পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মনসামঙ্গল—কবি ষষ্ঠাবর – হুঃ ১৬শ শতাব্দীর প্রথমাৰ্দ্ধ। *○○。 দোলাএ চড়ি কাজি খসাইল মজা। সেই দিন যুম বার (১) পেগম্বরি রোজা॥ ভণে গুণরাজ খানে (২) কাজির বড়াই (৩)। হিন্দুয়ান খণ্ডাইয়া খাওয়াইব গাই। আইল হুষণ কাজি গুয়ার অন্তর (৪)। হরষিত হৈল তাহ দেখি লক্ষ্মীন্ধর॥ চাদে বোলে শুন অএ লেভাই নফর। তাম্বুল আনিয়া দেয় হুষণ-গোচর॥ সাধুৰ বচন লেভ না করিল আন। পাণ ফুল আনি দিল কাজি বিদ্যমান॥ হরিষ হরিষ কাজি গুয়া পাণ দেখি। গুয়ার লাগি না চাহি দেশের মান্ত রাখি॥ এতেক বলিয়া কাজি করিল বিদায়। বিজয়া নগরে দিয়া সদাগর ষাএ॥ ধানুকী ছিপাহি (৫) সম (৬) আগুসারে ধাএ। পরদল (৭) আইসে দেখি রাজ্য পলাএ॥ কি হৈল কি হৈল করি বোলে সর্ব্ব নর। কোথা হৈতে পরদল আইল বহুতর॥ স্বদেশী বিদেশ পলাএ আর তীর্থবাসী। নিকারী ভিখারী পলাএ আর যে সন্ন্যাসী॥ ব্রাহ্মণ শিষ্যগণ পলাএ পুথির পাট (৮) মাথে। ক্ষেত্রী বৈহু শূদ্র পলাএ চারি ভিতে॥ কান্দে ভার করি পলাএ তেলী গোয়াল। চণ্ডাল কৈবর্ত্ত পলাএ এড়ি (৯) নৌকা জাল॥ বিজয়ানগরে গমন। (১) ঈশ্বরের দিন। (২) কোন কোন স্থনে “গুণানন্দ থা” এইরূপ পাঠান্তর দৃষ্ট হয়। (৩) গর্ব্ব। (৪) মন। গুয়ার (পাণের) কথা মনে করিয়া। (৫) সিপাহী। (৬) সব। (৭) শক্র আসিয়াছে মনে করিয়া রাজ্যের লোক পলাইতে লাগিল। (৮) কাষ্ঠাবরণ। (৯) ত্যাগ কৰিয়া।