পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(১) শ্বা = কুকুর। মনস-মঙ্গল—কেতকাদাস—১৬৫০ খৃষ্টাব্দ। কুকুর-ঘাট। কুকুর-ঘাটায় ভাসে কলার মান্দাস॥ কালিয়া কুকুর এক লোট দুই কাণ। শ্রম বসে আইল করিতে জল পান। জিহবা বাড়াইয়া শুনা (১) জল খাএ ঘাটে। কলার মানদাস আইল তাহার নিকটে॥ সহজে কুকুর জাতি পায়া মড়া গন্ধ। তাহার মনেতে যেন সুধা মকরন ৷ পুলকিত হৈল অঙ্গ চারি পানে চায়। ছে ছো করিয়া ভূমি শুকিয় বেড়ায়॥ দেখিয়া শুনার হইল চঞ্চলিত মন। জলে ঝাপ দিয়ে পড়ে পায়্যা মড়া-ভ্রাণ॥ ছি ছি বলি বেহুল ভাসিল বহুদূর। কুম্ভীরে খাউক তোরে দারুণ কুকুর। বেহুলার শাপ তারে বৃথা নাহি যায়। কুকুর অস্থির হৈল ঘুরিয়া বেড়ায়। সাতার না জানে শুনা নাহি পায় তীর। হেন কালে তার পাএ ধরিল কুম্ভীর। হাসিয়া কুকুর-ঘাট ভাসিল যুবতী। রচিল কেতকা দাস সেবিয়া জগত॥ শৃগাল-ঘাট। কাস্তু কোলে করি বেহুল সুন্দরী জলেতে ভাসিয়া যায়। সঘনে হুতাশ কলার মালদাস চলে মন্দ মন্দ বায় ৷ মাছি ঘনে ঘনে প্রভুর বদনে উড়িয়া বৈসে গিয়া। বেহুলা নাচনী তাড়েন আপনি নেতের আঁচল দিয়া॥ মৃত পতি কোলে মাংস পচে গলে ভ্রাণে প্রাণ নহে স্থির।