পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডীকাব্য—দ্বিজ হরিরাম—১৬শ শতাব্দী। ర్ఫిరి চণ্ডিকা বলেন বাপু নারিবে রহিতে। নিজ মূর্ত্তি ধরি যদি তোমার সাক্ষাতে॥ অকপটে বর যদি দিবে গো অভয়া। দেখিব তোমার মূর্ত্তি নয়ন ভরিয়া। মহাবীরের কথা শুনি হাসেন চণ্ডিকা। ত্রিপুর-সুন্দরী মূর্ত্তি ধরেন অম্বিকা ৷ অবিরত যেই পদ ধ্যায়ে ষোগিবৃন্দে। হরিরাম ভণে ব্যাধ দেখএ সানন্দে॥ ভকত বৎসল দুর্গ ভকত লাগিয়া। ভগবতীরূপিণী ৷ দশভূজারূপ হৈলা বীরে করি দয়া॥ ভালে শশী বিভূষা শিৱে জটাজুট। রচিত হাটক (১) শুদ্ধ মাথায় মুকুট॥ ইন্দু মণ্ডল পূর্ণ শোভিত বয়ান। নীলোৎপল জিনি ঞ নয়ন তিনখান॥ নূতন বরণ হেম বিরাজিত তনু। কপালে সিন্দুর-ফোট জিনি বাল ভানু॥ নানা অলঙ্কার দেহে পীন পয়োধর। ত্রিভঙ্গ হইল মাত মহিষ উপর॥ পঙ্কজ মৃণাল জিনি দশ বাহু শোভা। অকলঙ্ক শঙ্খ রাজে দামিনী সম আভা ৷ ত্রিশূল দক্ষিণ হাতে শঙ্খ চক্র সাজে। শাণিত কৃপাণ শক্তি দক্ষিণ হাতে রাজে॥ চাপ খেটক ঘণ্টা অঙ্কুশ পরশু। বাম হাতে শোভা করে মিহির সম অংশু॥ কাটিল মহিষ মায়া-দানব খড়গপাণি। শূলেতে তাহার বক্ষ ভেদিলা ভবানী॥ নাগপাশে বান্ধি তারে ধরিলেন জটে (২)। বাম পদ আরোপিলা মহিষের পীঠে॥ দক্ষিণ অঙ্গুষ্ঠ রাখি কেশরীর পীঠে। কৃপাবলোকনে চাহিলা বক্র দিঠে (৩) ৷ (১) স্বর্ণ। (২) চুলে। (৩) দৃষ্টিতে। 8 o