পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডীকাব্য—মাধবাচার্য্য—১৫৭৯ খৃষ্টাব্দ। NVQ মধুমাসেতে প্রভু শুন তত্ত্ব বাণী। অরণ্যের মধ্যে মোর সহায় ভবানী॥ সতিনী জানিল মোরে করিয়া আদর। খণ্ডিলা সকল দুঃখ আইলা সদাগর। খুলনায়ে যত কহে প্রভুর চরণে। দুয়ারে থাকিয় সব লহনায়ে শুনে॥ পতি-সোহাগিনী খুল্লনা। ও অঙ্গ বয়ান কত ছন্দে। রূপ হেরি মৃগ পার্থী বিনাইয়া কাদে॥ ঘামে তিতিল তনু মন্দ মন্দ ঝরে। কোটি চাদ জিনিয়া রাধার মুখ শোভ করে॥ ধূয়া। কাচা কাঞ্চন তনু কতই পরিপাটী। - শোভিত কেশের খোপা তাতে সোণার কাটী ৷ আবৃত ক্রমুখ খানি কি কব তোমায়। নীল গিরি পাছে যেন চাদ চলি যায়॥ অলি লুকাএ লাজে পিক নাহি নাদে। অঙ্গের সৌরভে অলি পড়িয়াছে ফঁাদে॥ ধনপতি বলে প্রিয়া শুনরে খুলনী। প্রেম-রত্ন-দান দিয়া কিনি লও স্বামী॥ সাধুর মুখেতে শুনি সকরুণ ভাষ। খুলনার মুখে হৈল মৃদু মন্দ হাস॥ মুদিত কমল যেন হইল প্রকাশ। কর বাড়াইয়া তাহে পাইল আকাশ ৷ দ্বিজ মাধবে করে দেবীপদে আশ। দুষ্ঠার হৃদয়ে প্রেম করিল প্রকাশ॥ 8○