পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭২ বঙ্গ-সাহিত্য-পরিচয়। ভবানীশঙ্কর কয় মোর মনে হেন লয় পদাম্বুজে অলি হইবার তরে। সরোরুহ পাইয়া যেন হইয়া আনন্দ মন মকরনদ পান করে ভ্রমরে॥ খুল্লনার বেশ পরিধান। ( বহুদিনের পর গৃহে প্রত্যাগত স্বামীর সঙ্গে মিলনোপলক্ষে। ) হরষিতে সুবদনী বেশ করে অঙ্গ। সাধুএ করিছে আজ্ঞা মনে বড় রঙ্গ॥ দিব্য পট্টম্বর রামা কৈল পরিধান। কি কহিব খুল্লনার রূপের বাখান। কুন্তল করিল বদ্ধ উদ্ধ করি খোপা। তাহার উপরে দিল চম্পকের থোপা ৷ মালতীর মালা তাহে দিল বেড়াইয়া। ভ্রমর রহিছে যেন মধুগন্ধ পাইয়া। কর্ণে কর্ণফুল শোভে নাসিকায় বেশর। গ্রীবায় মুক্তার হার দেখিতে স্বন্দর ৷ মৃণাল-বাহুতে স্বর্ণ-তারে করে শোভা। বাজুবন্ধ সহিতে দোলএ স্বর্ণ ঝাপ। করেতে কঙ্কণ কর-পল্লব উপরে। নানা রত্ন জড়িত অঙ্গুরী শোভ করে। মৃগেন্দ্র জিনিয়া শোভে ক্ষীণ কক্ষখানি। তাহার উপরে শোভে সোণার কিঙ্কিণী॥ চরণে মকর খাড়ু যুক্তর সহিত। তার নীচে নূপুর বাজয়ে স্থললিত। নানা বেশ করি বক্ষে দিলেক কাচুলি। কাঞ্চন-জড়িতাম্বর শিরে দিল তুলি ৷ শিরেতে ঘোমটা দিয়া চলিল খুল্লনা। সেইরূপ দেখি মোহ যায় মুনিজনা॥ খুল্লনার রূপ দেখি লহনায় কান্দে। শিরে করাঘাত করি আপনাকে নিন্দে॥ এই মতে অঙ্গবেশ করিয়া খুল্লনা। সম্ভাষা করিতে গেল যথাতে লহমা॥