পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধর্ম্মরাজের গীত—ঘনরাম–১৭১৩ খৃষ্টাব্দ। 88సి কুলে কেন কুপুত্র জন্মিল হরিহর। বিনয়েতে বলি বাছ মানা যেয়ে কর॥ সত্য সাক্ষী কহিলে অক্ষয় স্বর্গ যাই। এত শুনি মুন্দরী চলিল ধাওয়া ধাই। গাছে ভাঙ্গি কলসী স্বামীর কাছে যায়। দ্বিজ ঘনরাম কবিরত্ন রস গায়। নিবেদন করে রামা স্বামীর চরণে। উঠে এসে দেথ নাথ পিতৃলোকগণে॥ ডেকে বলে পরিত্রাহি যাই অধোগতি। মিথ্যাসাক্ষী দিবে নাকি ধন পেয়ে ধূতি ৷ বংশের উদ্ধার হেতু রাজা ভগীরথ। কোন তপ না করিল শুনেছ ভারত॥ পুত্রের কারণে লোক করয়ে সংসার। নিমিত্ত তপণ পিণ্ড করিবে উদ্ধার॥ তুমি স্বৰ্গ সংহারিয়া ফেলাও নরকে। সত্য সাক্ষী কহে নাথ তার (১) পিতৃলোকে॥ হরিহর বলে শুন বাইতির বী। বসে করি বিলাস তোমারে লাগে কি॥ (২) ধন হতে ধরম ধরণী ধন্ত লোকে। অবলা অবোধ জাতি কি বুঝাব ভোকে॥ দুঃখে গেল গতর (৩) গোঙাব কতকাল। পিতৃলোক ধর্ম্মভয়ে বেড়ে দুঃখজাল॥ তার সাক্ষী প্রভু রাম অথিলের পিতা। ধর্ম্মের ফল। রাজ্যনাশ বনবাস হারাইল সীতা॥ ধর্ম্ম ভজি কেন বা পাতালে গেল বলি। বরঞ্চ সেকাল ভাল এবে কাল কলি॥ অধর্ম্মের বাধ্য বস্তু ধর্ম্মের অকার্য্য। (৪) আগে পেলাম এত ধন পিছে পাব রাজ্য ৷ (১) ত্রাণ কর। (২) যদি বসিয়াই বিলাসের জন্ত প্রচুর সম্পত্তি পাই, তাহাতে তোমার কি মাথা ব্যথা। (৩) দুঃখে গতর গোত্র =শরীর) গেল। (৪) ধন অধর্ম্ম দ্বারাই উপার্জিত হইয়া থাকে, ধর্ম্মের দ্বারা তাহ সাধিত হইবার নহে। 6 *