পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8Ꮔ8 o বঙ্গ-সাহিত্য-পরিচয়। হাটারী বাজারী দেশে ছিল যত জন। দোকান রহিল পড়া ঘুমে অচেতন॥ আর যত লোককে বিপাক হল্য দড়। ঘুম গড়া লোকের আনন্দ হল্য বড়॥ দোলই ঘুমায় নাক ডাকে ঘড়ঘড়। নিশ্বাস-পবন-বেগে উড়া যায় খড়॥ শাক শুকা দুহাকে নিন্দটী লাগে বাড়া। এক ঠাই ঢাল পড়ে আর ঠাঞি খাড়া ৷ কালু বীর ঘুমায় সহজে ঘুম গড়া। সরুয়া শুড়ী গড়াগড়ি তার কাছে পড়া॥ পাছকুড়ে কুকুর ঘুমায় পক্ষী ডালে। সাপ বেঙ্গ নকুল ঘুমায় এক খালে। জলেতে ঘুমায় মৎস্ত কুম্ভীর সকল। বনজন্তু নিদ্রা যায় বনের ভিতর॥ ইন্দার নিন্দ্যাটী তার কি কহিব কথা। টায় নিদ্রা পড়্য গেল যেবা ছিল যথা॥ গুহালে ঘুমায় গরু গর্ত্তেতে শিয়াল। স্তাবেলায় (১) হাতী ঘোড়া হাস্তালে বিড়াল॥ ভিতর মহলে নিদ্রা যায় রাজরাণী। আছুক অন্তের কথা নাহি নড়ে পানী॥ (২) আথালি পাথালী লোক ঘুমে অচেতন। সহর ভিতরে ঢোকে চোর চারি জন॥ একে একে দেখে সব চাতর বাজার। ভিতর মহলে যায়া ঢুকিল রাজার। অমূল্য রতন লেয় যেবা আস্তে মনে। বোঝা বান্ধ্যা তুল্য নিল চোর চারি জনে॥ ঘরে ঘরে চোর ফিরে নাঞি পায় সাড়া। পশ্চাৎ চলিল চোর ডোমেদের পাড়া॥ দেখিতে কালুর ঘর মত্ত অভিলাষ। ভিতর মহলে গেল মনে নাহি ত্রাস॥

(১) আস্তাবল [ stable ] (?)। (২) অন্যের কথা কি বলিব, জলও যেন নিদ্রিত হইয়া পড়িল, একটুও নড়িল না।