পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q(rb" বঙ্গ সাহিত্য পরিচয় | শুনিয়া তথাস্তু বাক্য কহিলাম তারে। কৃষ্ণ অবতারে তুমি বধিবে আমারে। ব্যাধের কুলেতে জন্ম তোমার হইবে। মৃগ অনুসারে বধ আমারে করিবে। বর পেয়ে হরষিত অঙ্গদ হইল। সীতার বারতা আমি তাহারে কহিল ৷ শুনিএ সে সব কথা বালির নন্দন। বানর কটক ঠাট আনে ততক্ষণ॥ সীতা অন্বেষণ হেতু গেল হনুমান। লঙ্কা দগ্ধ করে বীর পবন-সন্তান॥ সীতার সংবাদ আনি দিল মম ঠাঞি। শুনি হরষ হইলাম আমরা দুই ভাই॥ বিভীষণ নামে রাবণের ভাই ছিল। মৈত্র বলি মম স্থানে আসিয়া মিলিল। পাষাণে জলধি-জল করিয়া বন্ধন। লঙ্কায় প্রবেশ করি করি ঘোর রণ॥ এক লক্ষ পুত্র রাজার পৌত্র সওয়া লক্ষ। ংহার করিলাম কত রখী যে বিপক্ষ॥ অবশেষে রাবণেরে করিলু সংহার। হরষিতে করিলাম সীতার উদ্ধার॥ বিভীষণে নরপতি করিয়া লঙ্কায়। চতুর্দশ বৎসরান্তে আসি অযোধ্যায় ৷ শুনহ নারদ এই পুরাণের সার। রাবণ-বিনাশ হেতু রাম অবতার॥ রামের চরিত কথা অমৃত-সমান। কৃষ্ণদাস কহে ইহা শুনে পুণ্যবান।