পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নারদকৃত সমুদ্র মন্থনের পুরস্কার প্রাপ্তি বর্ণন। চঙীয়ক্রোধযুক্ত উত্তর। কাশীদাসী মহাভারত। ' কাশীদাস সম্বন্ধে বিস্তারিত আলোচনা বঙ্গভাষা ও সাহিত্যের ৫২৪–৫৩৭ পৃষ্ঠায় ও মৎ সম্পাদিত কাশীদাসী মহাভারতের ভূমিকার V০ পৃষ্ঠায় দ্রষ্টব্য। আদি পর্ব্ব। সমুদ্র-মন্থনে—শিব। সুরাসুর যক্ষ রক্ষ ভুজঙ্গ কিন্নর। সভে মথিলেক সিন্ধু না জানে শঙ্কর ৷ দেখিয়া নারদ মুনি হইয়া চিন্তিত। কৈলাস-শিখরে গিয়া হৈল উপনীত॥ প্রণমিলা শিব দুর্গা ইহার চরণে। আশীর্ব্বাদ করি দেবী দিলেন আসনে॥ নারদ বলিলা আছিলাম স্বরপুরে। শুনিল মথিলা সিন্ধু যত মুরাসুরে॥ বিষ্ণু পাইলা কমলা কৌস্তুভ মণি আদি। হয় উচ্চৈঃশ্রব ঐরাবত গজনিধি॥ দেবে নানা রত্ন পাইল মেঘে পাইল জল। অমৃত অমরবৃন্দ কল্পতরুবর॥ নানা ধাতু মহৌষধি পাইল নরলোকে। এই হেতু হৃদয় জন্মিল বহু শোকে। স্বৰ্গ মর্ত্ত্য পাতালে নিবসে যত জনে। সভে ভাগ পাইল কেবল তোমা বিনে॥ তে কারণে তত্ত্ব লইতে আইলাম এথা। সভার ঈশ্বর তুমি বিধাতার ধাত॥ তোমারে না দিয়া ভাগ বাটি সভে নিল। এই হেতু মোর মন ধৈর্য্য না হইল। এতেক নারদ মুনি বলিলা বচন। শুনিয়া উত্তর না করিলা ত্রিলোচন। দেখি ক্রোধে কম্পিত কহেন ক্রিলোচনা ৷ মারদেরে কহে দেবী করি অভ্যর্থনা॥