পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহাভারত—কাশীদাস—১৬শ শতাব্দীর শেষাদ্ধ। لا مرارئ মহাভারতের কথা সুধার সাগর। কাশীদাস কহে সদা শুনে সাধু নর। যাইতে ঘাইতে কৃষ্ণ কহে বিভীষণে। বহু রাজা দেখিয়াছ শুনিয়াছ শ্রবণে। এমন সম্পদ কি হৈয়াছে কোন জনে। আমা হেন জনে দ্বারে রাখে দ্বারিগণে॥ এ তিন ভুবন-লোক একত্র মিলিল। ইন্দ্র আদি দেব আসি সভে কর দিল। বিভীষণ বলে দেব এ নহে অদ্ভূত। ইহা হৈতে বড় রাজা হইয়াছে বহুত। হরিশ্চন্দ্র নামে রাজা রাজস্থয় কৈল। সপ্তদ্বীপ-লোক আসি একত্র মিলিল॥ আর কত রাজগণ পৃথিবীতে হৈল। ইন্দ্র আদি দেবে জিনি নানা যজ্ঞ কৈল॥ এই হেতু পাণ্ডবেরে গণিয়ে বিশেষ। (১) আপনি এতেক স্নেহ কর হৃষীকেশ ৷ ব্রহ্মা আদি ধেয়ানে ধেয়ায় সদা যারে। হেন কে হইবে প্রভু তোমা রাখে দ্বারে॥ তোমার মহিমা দেব কি বুঝিতে পারি। নহে বলি ইন্দ্র কর ইন্দ্রে দূর করি। ব্রহ্ম কীট পদ প্রভু তোমারে সমান। যারে যাহ কর তাহা কে করিবে আন॥ ইন্দ্র আদি পদ প্রভু না করি গণন। তব পদে ভক্তি যার সেই মহাজন। ভক্তিতে পাণ্ডব বশ করিয়াছে তোমা। তেঞি দ্বারী দ্বারে রাখে তারে কর ক্ষমা ৷ কি কারণে জগন্নাথ এত পর্য্যটন। দ্বারে দ্বারে ভ্রম প্রভু কোন প্রয়োজন॥ দৈবে দ্বারিগণ সব না ছাড়িব মোরে। মোর প্রয়োজন কিছু নাহিক ভিতরে॥ (১) পাণ্ডবদের এই বিশেষ গৌরবের কথা যে, ভগবান আপনি তাহাদিগকে এত স্নেহ করেন। -