নন্দরাম দাসের মহাভারত। কাশীরাম দাসের ভ্রাতা গদাধরের পুত্র এই দ্রোণ-পর্ব্ব রচনা করেন। রচনা-কাল ১৬৬০ খৃঃ। দ্রোণ-পর্ব্ব। “অশ্বথামা হত ইতি গজঃ” এবং দ্রোণের মৃত্যু। মুনি বলে মহাশয় শুন রাজা জন্মেজয় হেন মতে পড়ে ভগদত্ত। দেখি রাজা দুর্য্যোধন শোকেতে আকুল মন আরোহণ কৈল গজমত্ত॥ অশ্বথামা-হস্তী নাম সংগ্রামেতে অনুপাম অশ্বথামা-হস্তী। তার তুল্য নাহি গজবর। বর্ণে জিনি জলধর ঈশ দন্ত সমসর দেখিতে বড়ই ভয়ঙ্কর ৷ তাহে আরোহণ করি দুর্য্যোধন অধিকারী যথা আছে বীর বৃকোদর। হাতে গদা ঘোরতর দুর্য্যোধন নৃপবর ভীম সহ করিতে সমর॥ দেখি ধাএ বৃকোদর হাতে গদা ভয়ঙ্কর শমন-সমান মহাবীর। মহাক্রোধে অঙ্গ কাপে দশন ধরিয়া চাপে বজবং কঠিন শরীর॥ গদা যেন কালদও সৈন্ত করে লণ্ড ভণ্ড ভীম ও দুর্য্যোধন। এক ঘায় মারে শত শত। অশ্ব হস্তী পড়ে যত লিখতে না পারে এত শত শত চূর্ণ করে রথ। বায়ুবৎ ফিরে মহাবীর। ক্রোধে ভয়ঙ্কর মূর্ত্তি যেন মত ভানু দেখি আনন্দিত রাজা যুধিষ্ঠির।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮৩৫
অবয়ব