পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'ፃ(t8 গ্রামবাসীদের আশঙ্কা। পিতার ভয়। বঙ্গ-সাহিত্য-পরিচয়। মন্ত্রী কয় নাহি ভয় শুন সবিশেষ। দেখ চায়্যা স্থির হয়্যা ঐ বঙ্গদেশ। মন্ত্রী-বাক্য মানে শক্য দেখে দ্বিজবর। আনন্দিত দ্বিজ-স্থত প্রবেশে নগর॥ গ্রাম দেখি মনে সুখী বিপ্রের নন্দন। ভাষা গীত বিরচিত বাড়য্যে লক্ষ্মণ॥ পুরবাসী লোক সব দেখে রথখান। কি জানি আবার আইল নিতে কার প্রাণ॥ অনুমান করে সভে মনে মনে ভাবি ৷ পুনঃ কেন ফিরা আইল ইহার কারণ কি ৷ কেহ কেহ কুশধ্বজে দেখিবারে পান। বিপদ-সাগরে বুঝি হরি কৈল ত্রাণ॥ কেহ বলে ভয় পাইয়া পলাইয়া আইল। কেহ বলে ব্রাহ্মণ দেখ্যা রাজা ছাড়া দিল॥ কেহ বলে ব্রাহ্মণের বড় ফের হইল। দিয়াছিল যত ধন পুনঃ নিতে আইল। কেহ কিছু ভাব করে বুঝিতে না পারে। রথ এন্ত উপস্থিত বিপ্রের দুয়ারে॥ দেখিলেন রথোপরি বস্তাছে সুমন্ত। দৃষ্টিমাত্র সিদ্ধান্তের বুদ্ধি হইল ভ্রান্ত॥ কুশধ্বজে দেখে ভয় পায় দ্বিজবর। বিগলিত কেশে বিপ্র পালাএ সত্বর॥ মনে দুঃখ অতিশয় ভাবেন ব্রাহ্মণ। পলাইএ আইল বুঝি আমার নন্দন॥ যজ্ঞ পূর্ণ হলো নাঞি রাজা ক্রোধমতি। কোপে রাজা পাঠাইল সুমন্ত সারথি। অর্থ দিয়া পুত্র লৈয়া গেল মন্ত্রি-বর। অগ্নি দেখ্যা ভয় পায়া আইল কোঙর। সর্ব্বনাশ উপস্থিত করিল নন্দন। দেখা পাইলে প্রাণে বধ করিব রাজন। যতগুলি ধন দিয়া গিয়াছিল মোরে। সকল লুটিয়া লৈয়া যাব মন্ত্রি-বরে।