পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাগবত–মালাধর বহু—১৫শ শতাব্দী। ৭৬৯ দেখি দেখি বলি কৃষ্ণ করেন প্রবেশ। কার যজ্ঞ কর দ্বিজ কহ উপদেশ॥ হেন অদ্ভুত ধনু ধরে কোন জন। ধনুর্ভঙ্গ। বাম হাতে ধরিয়া ইহাতে দেয় গুণ॥_ তাহার বচনে কৃষ্ণ করিল সম্বিধান। বাম হাতে ধরি কৃষ্ণ ধনুকে দিল টান॥ আকর্ণপূরিয়া কৃষ্ণ ধনুৰুে দিল টান। দশ দিক্‌ শব্দ হৈল ভাঙ্গিল ধনুখান ৷ মথুরার লোক সব পরমাদ গুণি ৷ কর্ণে তালা লাগিল ভাই কিছুই না শুনি ৷ যত রক্ষক ছিল যত অনুচর। ধনুকের বাড়িতে জীবন লৈল তার॥ পলাইয়া যায় দূত কংস-বরাবরে। ধনুক ভাঙ্গিয়া কৃষ্ণ চলে ধীরে ধীরে ৷ দিন অস্ত গেল হৈল নিশির প্রবেশে। 蠶 রাম-কৃষ্ণের বাসা করিতে যান নন্দঘোষের পাশে॥ “ নগর নিকটে ভাল পুষ্পের উদ্যান। বিশ্রাম করিল নন্দ সেই রম্য স্থান॥ মিলিলত গিয়া রাম কৃষ্ণ দুই ভাই। ভক্ষ্য দ্রব্য খাইয়া কিছু সুখে নিদ্রা যাই॥ হেথা কংস নৃপবর দুত-মুখে শুনি। কংসের দুশ্চিস্তা ও কত কর্ম্ম কৈল কৃষ্ণ মনে মনে গুণি॥ দুঃস্বপ্ন-দর্শন। নিদ্রা না হয় তার মরণ নিকটে। অসুখ অশুভ স্বপ্ন দেখিল সঙ্কটে॥ স্বপ্নেতে অমঙ্গল দেখে নরপতি। রাঙ্গ মাল্য পরিয়াছে সকল যুবতী॥ চতুর্দিকে দেখে হয় রক্ত বরিষণ। ভয়ে চমকিত রাজা শয়নে জাগরণ॥ ত্রাসযুক্ত হয়ে রাজা বঞ্চিল রজনী। প্রভাতে উদয় করি উঠে দিনমণি॥ মল্লযুদ্ধ করিতে রাজা দিলেন আদেশ। ডাক দিয়া আনিল পাত্র মিত্র বন্ধু দেশ। > *