পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

qtశ రి উদুখলের সঙ্গে বন্ধন। বঙ্গ-সাহিত্য-পরিচয়। গুরুতর শ্রোণি- ভরে মন্দগামী পাছে যায় খেদা তাড়ি॥ মুকত কবরী পুষ্প পড়ে ঝরি সঘনে নিশ্বাস বয়। ঘামে তিতি গেল সর্ব্ব কলেবর তবু লাগি নাহি পায়॥ মাএ পোএ দুঃখ উংকটে। কৃপার সাগর সেই যত্নবর আপনি হইলা নিকটে॥ লাগ পাইয়া রাণী করে ধরি আনি ভয় দেখাইল তারে। বাহু নাড়ি ঝাড়ি তোলে পড়ে বাড়ি কেবল উছম সারে॥ নীল কমলদল- সম আখি-যুগল করে কচালয়ে (১) তারে। হৈলা ত্রাসযুত দেখি নিজ স্থত টুসি ঘাও নাহি মারে। রাণী ফেলাইয়া হাতের বাড়ি। আর কর্ম্ম হেন নাহি করে যেন বান্ধিতে আনিল দড়ি॥ পুত্রভাবে তায় বান্ধে যশোদায় উদুখলে কটিতটে। যত ছিল দড়ি বেড়ি কুড়ি কুড়ি দুই অঙ্গুলি নাহি আটে। রঙ্গে বঞ্চে মনে মনে কাতু। শত শত পাশে o এক বেড় না আইসে কপট-বালক তনু॥ সব গোপীগণ হাসে মনে মন ঘর-মুখে রাণী ধাএ। (5) রগড়ায়=মর্দন করে।