পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮৫৮ বঙ্গ সাহিত্য-পরিচয়। শুামরূপ হেরি আর্থি পালটীতে নারি। আনন্দে ফিরিয়া বুলি সব গোপীগণে॥ এক গোপী এক কৃষ্ণ হৈলা সেই স্থানে। রাস আদি লীলা করে করি আলিঙ্গনে॥ অবলার সঙ্গে প্রেম অধিক বাড়ায়্যা। তাহারে উচিত নহে গেলেন ছাড়িয়্যা। দুকুল ছাড়িয়া মোরা লইলু শরণ। তাহারে সঁপিলু মোরা এ রূপ-যৌবন॥ অনাথিনী হইলু মোরা প্রাণনাথ বিনু। বিরহিণী হইয়া ফিরি লইয়া শুধা তনু॥ নিশি গেলে চন্দ্র যেন হয়ত মলিন। কৃষ্ণবিনে তেমতি ফিরিয়ে গোপীগণ॥ জল গেলে হয় যেন মীনের মরণ। কৃষ্ণ বিনু তেমতি হইল গোপীজন॥ প্রাণ গেলে হংস হে শরীরে কিবা করে। গৃহস্থ ছাড়িলে যেন শূন্ত হয় ঘরে॥ এই তাপে বনবাসী কহিবে সকল। তোমার কারণে গোপী সদাই বিকল। হংসদূত ইতিহাস গোপীর বচন। নরসিংহ দাস কহে শুন সর্ব্বজন॥ শুন হংস কি দোষে ছাড়িলা গুণমণি ৷ কহিতে সে সব কথা উঠয়ে আগুনি॥ কেলি-কদম্ব গাছ আছে সারি সারি। মল্লিকা মালতী যুথী নানা আদি করি॥ রাস বিহারেতে মত্ত হৈলা সখীগণে। অঙ্গের বসন খসি পড়ে সেই স্থানে॥ কৃষ্ণে বেড়ি নৃত্য করি ছিল গোপীগণে। সেই নৃত্যে নম্রবান হইলা তরুগণে॥ যেই বৃক্ষে হেলান দিয়া ছিল চন্দ্রাবলী। গুল্ম লতা দেখি তবে দেখিবে সাতলি (১)॥ (১) পর্ব্বতের নাম।