প্রবাদমালা (১৮৬৮)/এ

উইকিসংকলন থেকে
জেমস লঙ সম্পাদিত
(পৃ. ১৫-১৯)
◄  
  ►

  1. এ অপেক্ষা সে ভাল।
  2. এঁচোড়ে পাকা।
  3. এঁট্যো কুড়ের পাত স্বর্গে যায় না।
  4. এঁটো খায় মিঠার লোভে।
  5. এক ওয়াকিব হাল, আর সাত নবিসিন্দা সমান
  6. এক কলসী দুদে এক ছিটে চোনা দেওয়া।
  7. এক কাণ দিয়ে শুনে, অন্য কাণ দিয়ে বেরিয়ে যায়।
  8. এক গাঁয়ে ঢেঁকি পড়ে, আর গাঁয়ে মাথা ব্যথা।
  9. একগুণ ছেলের তিনগুণ বিক্রম।
  10. এক চাকায় রথের গতি হয় না।
  11. এক জাতির লাঙ্গুলে পাড় পড়িবে।
  12. এক দ্বার মোদা, হাজার দ্বার খোলা।
  13. এক পা জলে, এক পা স্থলে।
  14. এক পাগলে রক্ষা নাই, সাত পাগলে মেলা।
  15. এক পালি ধানে মহাভারত করা।
  16. এক পুত্ত্র অন্ধের নড়ি।
  17. এক পুত্ত্র পুত্ত্র নয়, এক টাকা টাকা নয়, এক চক্ষু চক্ষু নয়।
  18. এক বারের রোগী, অন্য বারের রোজা (চিকিৎসক)।
  19. এক বেঁড়ে যার, সকল গাঁ তার।
  20. এক বেলা ভাগ, এক বেলা ঠিকা।
  21. এক মণ তেলও পুড়িবে না, রাধাও নাচিবে না।
  22. এক মন হইলে সমুদ্র শুকায়।
  23. এক যুক্তির পাড়া, গাছে বিয়োয় ঘোড়া।
  24. এক লড়িতে সাত সাপ মারা।
  25. এক সঙ্গে থাকিলে হাঁড়িতে২ ঠেকা ঠেকি হয়।
  26. এক সিউনি জল সেঁচে কোমরে দিলে হাত।
    এই মুখে খাবে তুমি বাগ্‌দিনীর ভাত।

  27. এক হাত নড়ে না, দু হাত নড়ে।
  28. এক হেঁসেলে তিন রাঁধুনি।
    পড়ে মরে তাঁর ফেন গালুনি।

  29. একান্ন পাপও পাপ, বায়ান্ন পাপও পাপ।
  30. একা রামে রক্ষা নাই, সুগ্রীব দোসর।
  31. এ কি? ওট্‌ছুঁড়ি তোর বিয়ে।
  32. এ কি কাকের ভাত রাখা।
  33. একি ছুঁচা মারিয়া হাত গন্ধান।
  34. এ কি ছেলের হাতের পিটে।
  35. একি তামাসা পেয়েছ।
  36. একি পরের ভাতে বেগুণ পোড়া।
  37. একি পাকা ধানে মই দেওয়া।
  38. একি মগের মুলুক পেয়েছ।
  39. একি শাক্‌ দিয়ে মাচ ঢাকা।
  40. একি সাপের পাঁচ পা দেখেছ।
  41. একে চায়, আরে পায়।
  42. একে মন্‌সা, তায় ধূনার গন্ধ।
  43. একে মাঘে জাড় যায় না।
  44. এখন আবার ফুঁ ফুটেছে।
  45. এখন ছকুর সে কাল আছে।
  46. এ তো, ছেলের হাতে পিঠে নয়, যে ভোগা দিয়ে খাবে।
  47. এ দেখি ঘোড়ার কামড়।
  48. এবার এরে কালে ধরেছে, আর রক্ষা নাই।
  49. এবার কুপো কাইত।
  50. এবার ছকুর ছখান লাঙ্গল বয়।
  51. এবার তোমার গয়া হইল।
  52. এবার তোমার শ্রাদ্ধ শান্তি সপিণ্ডীকরণ করবো।
  53. এবার পোয়া বার তের।
  54. এ বেটা অঁতি উলুবনে সাঁতার পাড়ে।
  55. এ বেটার পরণে নাই তেনা।
    প্রতি হাটে গুড়ক তামাক কেনা॥

  56. এমন পদার্থ ছেড়ে।
    মালা জপে কোন্‌ ভেড়ের ভেড়ে।

  57. এমন বুদ্ধিতে কচু পোড়া খাও।
  58. এ যে কাজির কাছে হিন্দুর পরব্‌ ধার্য্য করা।
  59. এ কে কোলে আঁধার।
  60. এ যে চাটা দূর্ব্বা, পড়ে আছে দেখ্‌ছি।
  61. এ যে ছুঁচ্‌ হয়ে সেঁধিয়ে, কাল হৈয়ে বেরুল।
  62. এ যে দিনে ডাকাতি।
  63. এ যে দেখি মেঘ চাহিতে জল।
  64. এ যেন ভেড়ার গোয়াল।
  65. এ যে নবাব সেরাজউদ্দৌলা দেখি।
  66. এ যে রাক্ষুসে ভোজন।
  67. এ যে হাতির পা ঠেলা।
  68. এলায়২ ছাড়্‌তে পারিলে হয়।
  69. এলো চুলে তেল দেয়না।
  70. এলো শ্রাদ্ধের গুতা দক্ষিণা।
  71. এসে যায় শিক্ষায় নীত।
    তাকে বলি পুরোহিত॥