বিষয়বস্তুতে চলুন

প্রবাদমালা (১৮৬৮)/জ

উইকিসংকলন থেকে

জেমস লঙ সম্পাদিত
(পৃ. ৪৭-৫০)
◄  
  ►

  1. জঙ্গলা কখন পোষ মানে না।
  2. জঙ্গলা ভালুকের মত রোঁয়া গায়।
  3. জন্ম গেল ছেলে খেতে আজ বলে ডাউন।
  4. জন্ম হউক যথা তথা, কর্ম্ম হউক্‌ ভাল।
  5. জন্মের মধ্যে কর্ম্ম নিমাইর চৈত্রমাসে রাস।
  6. জপ তপ কর কি মরিতে জানিলে হয়।
  7. জপ নাই তপ নাই ভস্মমাখা গায়।
  8. জপের সঙ্গে খোজ নাই, ফটিকে রাজা থোপ।
  9. জমীদারের ভাল বাসা।
    মুছুলমানের মুরগী পোষা।
  10. জয়কালে ক্ষয় নাই, মরণ কালে ঔষধ নাই।
  11. জল্‌কেটে সেহালায় বাঁধে।
  12. জল খেয়ে জাতি জিজ্ঞাসা করা।
  13. জল দিয়ে জল বাহির করা।
  14. জল স্রোত হইলেও কুক্কর লেহে।
  15. জল হৈলে বাঁধে।
  16. জলে জল মিশাইল।
  17. জলে ডুবদিয়ে থাক্‌লে মাথা ভেসে উঠে।
  18. জলে তৈল মিশ্‌ খায় না।
  19. জলে পাথর পচেনা।
  20. জলে কুমীর ডেঙ্গায় বাঘ।
    যে পারে সে ভাঙ্গে ঘাড়॥
  21. জলে বই জল বাধে না।
  22. জলে বাস করিয়া কুমীরের সঙ্গে বাদ।
  23. জলের আলপানা।
  24. জলের কুমীর ডেঙ্গায় এলো।
  25. জলের পুকুরে আগুণ লেগেছে।
  26. জলের সাধ কি ঘোলে মিটে।
  27. জাগন্ত ঘরে চুরি নাই।
  28. জাত গেল পেট ভর্‌ল না।
  29. জাত যাউক্‌ রহুক্‌ মান।
  30. জাত গোয়ালা কাঁজি ভক্ষণ।
  31. জাতি বৈষ্ণবের ভেকেতে কি কাজ।
    ভেক কেবল হয় পরিচয়ের সাজ॥
  32. জামাতা দশন গ্রহ।
  33. জামীন হয় দিতে, গাছে উঠে মরিতে।
  34. জালে লাউ গাঁথা।
  35. জাহাজের মাস্তুলের ভর কি জেলে ডিঙ্গিতে সয়।
  36. জীব দিয়াছেন যিনি, আহার দিবেন তিনি।
  37. জীয়ন্তে না দিলে তুড়ি।
    মলে[] দিবে বেণাগাছ মুড়ি॥
  38. জুয়ার গেলে ডাক্‌লে কি ফল।
  39. জেঠাম কর না।
  40. জেতের উপর বাঁটা চড়ান।
  41. জেন্ত মানুষকে পোকা পড়াইয়া দেয়।
  42. জেলের পরণে টেনা, পাঁজারির কাণে সোণা।
  43. জোঁকের গায় কি জোঁক বসে।
  44. জোঁকের মুখে চুন পল[]। (বা লুণ পল)।
  45. জ্বরে কি করে, বাতিকে পুড়িয়ে মারে।
  46. জ্বলন্ত নুড়।
  47. জ্বালার উপর জ্বালা।
  48. জ্বালা দিতে নাই ঠাঁই। জ্বালা দেয় সতীনের ভাই॥

  1. মরিলে
  2. পড়িল।