প্রবাদমালা (১৮৬৮)/থ

উইকিসংকলন থেকে
জেমস লঙ সম্পাদিত
(পৃ. ৫৬-৫৭)
◄  
  ►

  1. থাকিতে গরু না বয় হাল।
    তার দুঃখ চির কাল॥
  2. থাকিলে তালুইয়ের বাপের শ্রাদ্ধ হয়।
    না থাকিলে আপনার বাপের শ্রাদ্ধও হয় না।
  3. থাকে লক্ষ্মী, যায় বালাই।
  4. থানের ঘোড়া ঘাস পায় না, দল চরিকে দানা।
  5. থালা হারাইলে, জলের কলসিতে হাত।
  6. থালায় মালায়।
  7. থালির মধ্যে হাতি পোরা।
  8. থুড়িথাক্‌ তোর জীবনে।
  9. থোতা মুখ ভোতা।
  10. থুথু দিয়ে ছাতু ভিজান (বা মাখা)।