প্রবাহিণী/অবসান/১২

উইকিসংকলন থেকে

১২

কেন আমায় পাগল করে যাস্
ওরে চলে-যাওয়ার দল॥
আকাশে বয় বাতাস উদাস
পরাণ টলমল॥
প্রভাত তারা দিশাহারা,
শরৎ মেঘের ক্ষণিক ধারা,
সভা-ভাঙার শেষ বীণাতে তান লাগে চঞ্চল,
ওরে চলে যাওয়ার দল॥
নাগ-কেশরের ঝরা কেশর ধূলার সাথে মিতা।
গোধূলি সে রক্ত আলোয় জ্বালে আপন চিতা।

শীতের হাওয়ায় ঝরায় পাতা,
আমূলকী বন মরণ-মাতা’,
বিদায় বাঁশির সুরে বিধুর সাঁঝের দিগঞ্চল,
ওরে চলে যাওয়ার দল॥