প্রবাহিণী/ঋতুচক্র/৪০
অবয়ব
(পৃ. ১৫০-১৫১)
৪০
বাদল মেঘে মাদল বাজে
গুরু গুরু গগন মাঝে॥
তারি গভীর রোলে
আমার হৃদয় দোলে,
আপন সুরে আপ্নি ভোলে॥
কোথায় ছিল গহন প্রাণে
গোপন ব্যথা গোপন গানে,—
আজি সজল বায়ে
শ্যামল বনের ছায়ে
ছড়িয়ে গেল সকল খানে
গানে গানে॥