প্রবাহিণী/ঋতুচক্র/৫৩
অবয়ব
(পৃ. ১৫৮-১৫৯)
৫৩
এল যে শীতের বেলা বরষ পরে,
এবার ফসল কাটো লও গো ঘরে॥
কর’ ত্বরা, কর’ ত্বরা,
কাজ আছে মাঠ ভরা,
দেখিতে দেখিতে দিন আঁধার করে॥
বাহিরে কাজের পালা হইবে সারা,
আকাশে উঠিবে যবে সন্ধ্যা তারা।
আসন আপন হাতে
পেতে রেখো আঙিনাতে
যে-সাথী আসিবে রাতে তাহারি তরে॥