প্রবাহিণী/ঋতুচক্র/৫৮

উইকিসংকলন থেকে

৫৮

আঁধার কুঁড়ির বাঁধন টুটে
চাঁদের ফুল উঠেছে ফুটে॥
তার গন্ধ কোথায় গন্ধ কোথায় রে?
গন্ধ আমার গভীর ব্যথায়
হৃদয় মাঝে লুটে॥
 কখন যাবে স’রে,
আকাশ হ’তে পড়বে ঝ’রে।
ওরে রাখব কোথায় রাখব কোথায় রে?
রাখ্‌ব ওরে আমার ব্যথায়
গানের পত্রপুটে॥