প্রবাহিণী/ঋতুচক্র/৮৩
অবয়ব
(পৃ. ১৮০--)
৮৩
চৈত্র পবনে মম চিত্ত-বনে
বাণী-মঞ্জরী সঞ্চলিত
ওগো ললিতা॥
যদি বিজনে দিন ব’হে যায়,
খর তপনে ঝ’রে পড়ে হায়,
অনাদরে হ'বে ধূলি-দলিতা,
ওগো ললিতা॥
তোমার লাগিয়া আছি পথ চাহি,
বুঝি বেলা আর নাহি, নাহি।
বন-ছায়াতে তারে দেখা দাও,
করুণ হাতে তুলে নিয়ে যাও,
কণ্ঠহারে কর’ সঙ্কলিতা
ওগো ললিতা॥