প্রবাহিণী/পূজা/১
অবয়ব
(পৃ. ৫১-৫৩)
পূজা
পূজা।
১
নমি নমি চরণে।
নমি কলুষহরণে।
সুধারসনির্ঝর হে
নমি নমি চরণে॥
নমি চিরনির্ভর হে
মোহ-গহন-তরণে॥
নমি চিরমঙ্গল হে
নমি চিরসম্বল হে।
উদিল তপন গেল রাত্রি,
জাগিল অমৃতপথযাত্রী
নমি চির পথসঙ্গী,
নমি নিখিলশরণে॥
নমি সুখে দুঃখে ভয়ে
নমি জয়পরাজয়ে
অসীম বিশ্বতলে
নমি চিত-কমলদলে
নিবিড় নিভৃত নিলয়ে,
নমি জীবনে মরণে।