প্রবাহিণী/পূজা/১৫

উইকিসংকলন থেকে

১৫

রজনীর শেষ তারা, গোপনে আঁধারে আধঘুমে
বাণী তব রেখে যাও প্রভাতের প্রথম কুসুমে॥
সেই মত যিনি এই জীবনের আনন্দরূপিণী
শেষক্ষণে দেন যেন তিনি
নব জীবনের মুখ চুমে॥
এই নিশীথের স্বপ্নরাজি
নবজাগরণক্ষণে নবগানে উঠে যেন বাজি।
বিরহিণী যে ছিলরে মোর হৃদয়ের মর্ম্মমাঝে
বধুবেশে সেই যেন সাজে
নব দিনে চন্দনে কুঙ্কুমে॥