প্রবাহিণী/প্রত্যাশা/১৫

উইকিসংকলন থেকে

১৫

আমার যদিই বেলা যায় গো ব’য়ে
জেনো জেনো মন রয়েচে তোমায় ল'য়ে

পথের ধারে আসন পাতি,
তোমায় দেবার মালা গাঁথি,
জেনো জেনো তাইতে আছি মগন হ’য়ে॥
চলে গেল যাত্রী সবে
নানান পথে কলরবে।
আমার চলা এমনি ক'রে
আপন হাতে সাজি ভ’রে
জেনো জেনো আপন মনে গোপন র’য়ে॥