প্রবাহিণী/বিবিধ/১৪

উইকিসংকলন থেকে

১৪

যখন ভাঙ‍্ল মিলন মেলা
ভেবেছিলেম ভুল‍্বনা আর চক্ষের জল ফেলা॥
দিনে দিনে পথের ধূলায়
মালা হ’তে ফুল ঝ’রে যায়,
জানিনে ত কখন এল বিস্মরণের বেলা॥
দিনে দিনে কঠিন হ’ল কখন্ বুকের তল,
ভেবেছিলেম ঝরবেনা আর আমার চোখের জল।
হঠাৎ দেখা পথের মাঝে
কান্না তখন থামে না যে
ভোলার তলে তলে ছিল অশ্রুজলের খেলা॥