ফুলের ফসল/কালো
অবয়ব
(পৃ. ৬১)
কালো
হায় সখী কালো ভালোবেসে ফেলেছি!
কালো যমুনারি জলে প্রাণ ঢেলেছি!
বিজুলি-জুড়ানো রূপে
আমি যে গিয়েছি ডুবে,
কালো আঁখি-তারা ল’য়ে আঁখি মেলেছি।
কালো
হায় সখী কালো ভালোবেসে ফেলেছি!
কালো যমুনারি জলে প্রাণ ঢেলেছি!
বিজুলি-জুড়ানো রূপে
আমি যে গিয়েছি ডুবে,
কালো আঁখি-তারা ল’য়ে আঁখি মেলেছি।