ফুলের ফসল/তৃণ-মঞ্জরী

উইকিসংকলন থেকে

তৃণ-মঞ্জরী

জগতের মাঝে অজানা অচেনা
চিরদিন মোরা আছি!
মধুকুপী আর পরখুপী আর
কানসোনা, নীলমাছি!
আছি দেশ ভরি’ তৃণমঞ্জরী
হরষের বুদ্‌বুদ্‌,
ফুরতির ফাউ—ফালতো আদায়,—
না-চাহিতে পাওয়া সুদ!
মোদের আদর জানিয়াছে শুধু
পাগল প্রেমিক কবি;
আমরা ধূলিরে করি পুলকিত
নম্ৰ-মধুর ছবি।
মোরা সাধারণ, নাই আভরণ,
নাহিক আড়ম্বর,
রথের চাকায় প্রাণ দিই মোরা
পথের ধূলায় ঘর।