ফুলের ফসল/প্রেমাভিনয়
অবয়ব
(পৃ. ৮)
প্রেমাভিনয়
আয় সখী, তোরে শিখাই আদরে
ভালবাসাবাসি খেলা!
কাছাকাছি এসে অকারণে হেসে
শেষে ভালবেসে ফেলা!
না চাহিতে-পাওয়া ধন সে, স্বজনি,
ভালবাসা তার নাম,
যে তারে জেনেছে হৃদয়ে টেনেছে
নাহি তার বিশ্রাম!
আকাশের বুকে ফাঁদ পেতে সুখে
চাঁদ নিয়ে হেলাফেলা,
হাসিতে হাসিতে ঘুমায়ে নিশীথে
আঁখিজলে আঁখি মেলা!