ফুলের ফসল/প্রেম-ভাগ্য

উইকিসংকলন থেকে

প্রেম-ভাগ্য

ভালোবেসে কাছে গিয়ে  ফিরেছিস্ ব্যথা নিয়ে
অশ্রুভারে কেঁপেছে নয়ন,
শুকায়ে উঠেছে হাসি  শুকায়েছে পুষ্পরাশি
বাসি হ’য়ে গিয়েছিস, মন্‌!
অকালে দিয়েছে দেখা  ভালে দুর্ভাবনা-লেখা,
মন তুই হয়েছিস বুড়া,
আর পাগলের প্রায়  ফিরিস্‌ নে পায় পায়,
নিরালায় জুড়া তুই জুড়া।
ভালো যারা বাসিবার  বাসুক্‌ বাসুক্‌, আর
ভালোবাসা-পেয়ে খুসী হোক,
ভাঙা তরী বেয়ে বেয়ে  তাদের পিছনে ধেয়ে
তুই মিছে রাঙাস নে চোখ্‌।

ব্যথা পেয়ে অভিমানে  ব্যথা তুই কারো প্রাণে
দিস্‌নে রে ফেলিস্‌ নে শ্বাস,
কিবা উন্মাদের মত  ওরে চির প্রেম-ব্রত!
করিস্‌নে প্রেমে পরিহাস।
চলে আয় চলে আয়  পায়ে কাঁটা দলে আয়
কোলাহল ছেড়ে একা বোস্‌,
ভালোবাসা-ভাগ্য নিয়া  যারা ফেরে এ দুনিয়া
তুই রে তাদের কেউ নোস্।
যে ফিরেছে দেশে দেশে  আজীবন ভেসে ভেসে
অতলের কোলে তার ঘর,
ছল ছল আঁখি যার  পরাণ সরস তার
তার কাছে মরণ সুন্দর।