ফুলের ফসল/ফুলের দিনে
অবয়ব
(পৃ. ৪)
ফুলের দিনে
ফুলের বনে ফুলের দিনে
আমরা রাজা আমরা রাণী!
মন কেড়ে নিই নানান্ ছলে
আইন কানুন্ নাহি মানি।
আপন হাতে শাসন করি,
বসি' ফুলের আসন 'পরি
চন্দ্রালোকের চাঁদোয়া-তলে
আমরা সবায় মিলাই আনি'!
পাখীর গানে গেয়ে উঠি,
ফুলের সনে আমরা ফুটি,
তটিনীর ওই তরল-গাথায়
সরল হৃদয় লই গো টানি’!
ফাগুন রাতে হাওয়ার সনে
হেসে বেড়াই বনে বনে,
লুকিয়ে শুনি কৌতূহলে
পাতায় পাতায় কানাকানি!
মোদের হাসি মোদের গীতি
জাগায় নিতি নূতন প্রীতি,
ফুলের ফসল ফলায় আসল
মোদের মুখের মঞ্জুবাণী।