বিষয়বস্তুতে চলুন

ফুলের ফসল/ফুল শয্যা

উইকিসংকলন থেকে

ফুলশয্যা

মিলন ফুলশয্যা হ’বে কুড়িয়ে-আনা ফুলে,
ছিঁড়ে কারেও নিতে যে জল আসে আঁখির কুলে!
যদি গো কেউ আপন বেসে
আপনি আসে মধুর হেসে
যত্নে নেব তারেই আমি বুকের ‘পরে তুলে,
মোদের ফুলশয্যা হ’বে শিউলি-বকুল ফুলে।

মোদের ফুলশয্যা হ’বে রাঙা গোলাপ ফুলে,—
পাপড়িগুলি পড়বে যখন আপনি খুলে খুলে!
নইলে সাধের সোহাগ যত;
ঠেকবে অপরাধের মত;
মিলন-রাতি কারা সাখী করব না তো ভুলে,
মোদের ফুলশয্যা শুধু আপনি-ঝরা ফুলে!


মোদের ফুলশয্যা হ’বে গভীর আত্মদানে,—
শিউলি, বকুল, ঝরা গোলাপ, পদ্মেরি মাঝখানে!
বলবে যে দিন মনের পাঁজী
হ’বে সেদিন আপ্‌নি রাজী,
প্রাচীন বাঁধন শিথিল ক’রে মিল্‌বে প্রাণের টানে
মোদের মিলন হ’বে শুধু স্বাধীন আত্মদানে।