ফুলের ফসল/সুখ-বেদনা
অবয়ব
(পৃ. ৬৬)
সুখ-বেদনা
কেন ফুলের মুখে হাসি দেখে
মেঘের চোখে এল জল?
কোন্ কথা তার জাগছে মন?
বল্ তো তোরা আমায় বল্!
সত্যি কি গো সুখের ব্যথা
জাগায় প্রাণে বিহ্বলতা?
তবে সে কি নয়কো শুধুই
কাব্য-কথা–কথার ছল!
সুখ-বেদনা
কেন ফুলের মুখে হাসি দেখে
মেঘের চোখে এল জল?
কোন্ কথা তার জাগছে মন?
বল্ তো তোরা আমায় বল্!
সত্যি কি গো সুখের ব্যথা
জাগায় প্রাণে বিহ্বলতা?
তবে সে কি নয়কো শুধুই
কাব্য-কথা–কথার ছল!