ফুলের ফসল/“পূরবৈঞা”
অবয়ব
(পৃ. ৬৪)
“পূরবৈঞা”
বহিছে পূরব হাওয়া পূরবী তানে!
ক্লান্ত আঁখিতে সুখ-তন্দ্রা আনে!
সাঁঝের স্বপন লাগে মেঘের রাশে,
আধ-সুখে ভরে বুক আধ-তরাসে!
গুরু গরজন,
ধারা বরষণ,
হরষে রসায় তরু-লতা-বিতানে!
“পূরবৈঞা”
বহিছে পূরব হাওয়া পূরবী তানে!
ক্লান্ত আঁখিতে সুখ-তন্দ্রা আনে!
সাঁঝের স্বপন লাগে মেঘের রাশে,
আধ-সুখে ভরে বুক আধ-তরাসে!
গুরু গরজন,
ধারা বরষণ,
হরষে রসায় তরু-লতা-বিতানে!