বঙ্গ ভাষার ব্যাকরণ/কথার অধিকার

উইকিসংকলন থেকে

অষ্টম ভাগ।

কথার অধিকার।

১ পাঠ।

সংজ্ঞা বিষয়।

 ১ প্র। এক সংজ্ঞা বিশেষবোধক অন্য সংজ্ঞার উপরে ব্যাপক হয় কি না?

 উ। হাঁ, তাহা সম্বন্ধ কারক পদেই হয়; যথা, ঈশ্বরের প্রেম অসীম আছে। বিদ্যার জ্ঞান বহু মূল্য।

 ২ প্র। যে সংজ্ঞাতে হেতু এবং ধারা বুঝায়, সে কোন কারক পদকে ব্যাপে?

 উ। করণ কারককে; যথা, তিনি তাহাকে লাঠিতে মারিলেন। কিন্তু কোনৎ সময় করণ কারক না হইলে করিয়া, দিয়া উক্ত আছে; যথা, তিনি ছুরি দিয়া কাটিলেন, আমি নৌকা করিয়া আইলাম।


২ পাঠ।

ক্রিয়া বিষয়

 ১প্র। কর্তৃবাচ্য ক্রিয়া কোন কারকপদকে ব্যাপে?

 উ। কর্ম্ম কারককে; যথা, পণ্ডিতেরা মুর্খকে তুচ্ছ করেন।

 ২ প্র। অকর্ম্মক ক্রিয়া কখন কর্ম্মপদকে ব্যাপে কি না?

 উ। হাঁ, ব্যাপে, কিন্তু পেরণার্থ পদেতে আছে; যথা, আমি তাহাকে পাঠাই। অগ্নি তাহাকে পোড়াইল।

 ৩ প্র। যখন বর্ত্তমান অসমাপিকা ক্রিয়ার পর হওন ক্রিয়া মিলে, তখনি কোন পদকে ব্যাপে?

 উ। কর্ম্মপদকে ব্যাপে, কেননা তাহাতে আবশ্যক বুঝায়; যথা, আমাকে করিতে হয়। তোমাকে করিতে হইল। তাহাকে করিতে হইবে।

 ৪ প্র। যথন কর্তৃবাচ্য ক্রিয়া যাওনের সহিত কর্ম্মণি বাচ্য হয়, তখন তাহা কর্ম্ম কারককে ব্যাপে কি না?

 উ। হাঁ; যথা, দুর্জন পরকৃত উপকার অমান্য করে, তাহাতেই তাহাকে চিনিতে পারা যায়। সৎকর্ম্মেতে সাধুকে জানা যায়।

 ৫ প্র। হওন ক্রিয়াতে অধিকার বুঝাইলে কোন কারককে ব্যাপে?

 উ। সম্বন্ধ কারককে; যথা, আমার হয়। তোমার হয়। তাহার হয়।

 ৬ প্র। কর্ম্মণি বাচ্য ক্রিয়ার কর্ত্তা কোন কারক যুক্ত হয়?

 উ। করণ কারক; যথা, অগ্নিতে তিনি দগ্ধ হইলেন।

 ৭ প্র। ক্রিয়া প্রতিপন্ন করিবার নিমিত্তে শব্দেতে করণ ক্রিয়া যুক্ত হইলে, কোন কারক চাহে?

 উ। সম্বন্ধ, কিম্বা কর্ম্ম কারক; যথা, যাহারা ঈশ্বরের সেবা না করে, তিনি তাহারদিগকে নাশ করিবেন।

 ৮প্র। প্রবেশন, থাকন, রহন, এমত যত ক্রিয়া আছে, তাহা কোন কারক চাহে?

 উ। অধিকরণ; যথা, তিনি মন্দিরে প্রবেশ করিলেন। সে কলিকাতায় থাকিল।

 ৯ প্র॥ পতন, পাওন, যাওন, এমত ক্রিয়া সকল অপাদান চাহে কি না?

 উ। হাঁ, চাহে; যথা, বৃক্ষহইতে পত্র পড়িল। আমি তাহাহইতে পাইলাম। সে তাহার পিতৃনিকট হইতে গেল।

 ১০ প্র। কোন২ ক্রিয়া দুই কর্ম্মকে ব্যাপে?

 উ। দেওন, শিক্ষাণ, এমত যত ক্রিয়া আছে, তাহাই দুই কর্ম্মকে ব্যাপে; যথা, তুমি তাহাকে ধন দেও। তিনি তাহাকে ব্যাকরণ শিক্ষাইতেছেন।

 ১১ প্র। কোন ক্রিয়া অপাদান এবং কর্ম্মকে ব্যাপে?

 উ। চাহন, প্রার্থন, এমত যত ক্রিয়া আছে, তাহাই অপাদান এবং কর্ম্মকে ব্যাপে; যথা, তিনি ঈশ্বরহইতে ক্ষমা চাহিলেন। দরিদ্রেরা ভাগ্যবন্তহইতে ধন প্রার্থনা করে।