বিষয়বস্তুতে চলুন

বঙ্গ ভাষার ব্যাকরণ/পরবর্ত্তি বিষয়

উইকিসংকলন থেকে

৫ পাঠ।

পরবর্ত্তি বিষয়।

 ১ প্র। পরবর্ত্তির মধ্যে কোনৎ শব্দ সংজ্ঞার সম্বন্ধ কারকের অগ্রসর হয়?

 উ। তলে, সহিত, সঙ্গে, সাতে, সহ, উপর, নীচে, ঠাঁই, স্থানে, কারণ, নিমিত্তে, জন্যে, দ্বারা, কাছে, মধ্যে, মাঝে, পরে, পূর্ব্বে, পশ্চাৎ, পিছে, অগ্রে, নিকটে, সম্মুথে, বিপরীতে, এই সকল পরবর্ত্তি শব্দ সম্বন্ধ কারকের অগ্রসর হয়; যথা, তাহার তলে, আমার সম্মুখে।

 ২ প্র। পরবর্ত্তির মধ্যে কোনৎ শব্দ সাংজ্ঞিক ক্রিয়ার সম্বন্ধ কারককে ব্যাপে?

 উ। হেতু, কারণ, নিমিত্তে, জন্যে, তরে, পরে, পূর্ব্বে, পশ্চাৎ, এই সকল সাংজ্ঞিক ক্রিয়ার সম্বন্ধ কারককে ব্যাপে; যথা, করিবার হেতু, হইবার পূর্ব্বে।

 ৩ প্র। পরবর্ত্তির মধ্যে কোন শব্দসম্বন্ধ কারককে ব্যাপিলে অধিকরণ বুঝা যায়?

 উ। মধ্যে, মাঝে, এই দুই শব্দেতে বুঝা যায়; যথা, সভার মধ্যে, জলের মাঝে।

 ৪ প্র। অপাদান বুঝা যায় এমন কোনৎ শব্দ পরবর্ত্তির মধ্যে আছে কি না?

 উ। হাঁ আছে; ঠাঁই, স্থানে, কাছে, এই তিন পরবত্তি শব্দের পরে প্রাপ্ত্যর্থ ক্রিয়া থাকিলে, অপাদান বুঝা যায়; যথা, তাঁহার ঠাঁই পাইলাম, অর্থাৎ তাঁহাহইতে পাইলাম।