বিষয়বস্তুতে চলুন

বনলতা সেন/কমলালেবু

উইকিসংকলন থেকে

কমলালেবু

একবার যখন দেহ থেকে বার হ’য়ে যাব
আবার কি ফিরে আসব না আমি পৃথিবীতে?
আবার যেন ফিরে আসি
কোনাে এক শীতের রাতে
একটা হিম কমলালেবুর করুণ মাংস নিয়ে
কোনাে এক পরিচিত মুমুর্ষুর বিছানার কিনারে।