বর্ণপরিচয় (দ্বিতীয় ভাগ, ১৯৩০)/য ফলা

উইকিসংকলন থেকে

বর্ণপরিচয়

দ্বিতীয় ভাগ।


সংযুক্ত বর্ণ।

য ফলা

য ্য

ক্য ঐক্য, বাক্য, অনৈক্য ।
খ্য অসংখ্য, অখ্যাতি, উপাখ্যান।
গ্য ভাগ্য, আরোগ্য, সৌভাগ্য।
চ্য বাচ্য, বিবেচ্য, পদচ্যুত।
জ্য ত্যাজ্য, রাজ্য, জ্যোতি।
ট্য নাট্য, কাপট্য, নৈকট্য।
ড্য জাড্য।
ঢ্য আঢ্য, ধনাঢ্য।
ণ্য পুণ্য, অরণ্য, লাবণ্য।
ত্য নিত্য, সত্য, হত্যা, মৃত্যু।
থ্য পথ্য, মিথ্যা।
দ্য অদ্য, বাদ্য, বিদ্যা, বিদ্যুৎ।
ন্য অন্য, ধন্য, মান্য, শূন্য, অন্যায়।
প্য রৌপ্য, আপ্যায়িত।
ভ্য লভ্য, সভ্য, অভ্যাস।
ম্য রম্য, অগম্য, বৈষম্য।
য্য আতিশয্য, শয্যা।
ল্য বাল্য, তুল্য, মূল্য, কল্যাণ।
ব্য নব্য, দিব্য, ব্যয়, তালব্য।
শ্য অবশ্য, আবশ্যক, শ্যামল।
ষ্য দূষ্য, পোষ্য, শিষ্য।
স্য নস্য, শস্য, আলস্য, ঔদাস্য।
হ্য সহ্য, বাহ্য, লেহ্য।