বিষয়বস্তুতে চলুন

বর্ণপরিচয় (প্রথম ভাগ, ১৮৭৬)/১২ পাঠ

উইকিসংকলন থেকে

১২ পাঠ।

কখনও মিছা কথা কহিও না।
কাহারও সহিত ঝগড়া করিও না।
কাহাকেও গালি দিও না।
ঘরে গিয়া উৎপাত করিও না।
রোদের সময় দৌড়াদৌড়ি করিও না।
পড়িবার সময় গোল করিও না।
সারা দিন খেলা করিও না।