বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র (দ্বাদশ খণ্ড)/৬

উইকিসংকলন থেকে

শিরোনাম সূত্র তারিখ
পাকিস্তানের আক্রমণ বরদাস্ত করা হবে না: প্রতিরক্ষামন্ত্রীর ঘোষণা দৈনিক ‘যুগান্তর’ ২৫ এপ্রিল, ১৯৭১

পাক হামলা বরদাস্ত করা হবে না

প্রতিরক্ষামন্ত্রী

 শিবপুরী (মধ্যপ্রদেশ), ২৪শে এপ্রিল (পি টি আই)—কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী শ্রী জগজীবন রাম আজকে এই সতর্কবাণী উচ্চারণ করেছেন যে, ‘ভারতীয় এলাকায় পাকিস্তানের কোন সামরিক অভিযানই বরদাস্ত করবে না।’

 পশ্চিমবঙ্গে বনগাঁর অনতিদূরে ভারতীয় সীমান্তে পাকিস্তানী গোলাবর্ষণের সংবাদ পেয়েই ভারতের প্রতিরক্ষামন্ত্রী এই হুঁশিয়ারী দিয়েছেন। তিনি এখানে একটি ভাষণ দিচ্ছিলেন।

 প্রসঙ্গত শ্রী জগজীবন বলেন, ভারতকে সর্বক্ষণ সজাগ সতর্ক এবং ভারতের মাটিতে যে কোন আক্রমণ প্রতিহত করবার জন্য প্রস্তুত থাকতে হবে।

 ভারত-তিববত সীমান্ত বাহিনীর শিক্ষার্থী সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী এই কথাগুলি বলেন।