বাঙ্গালীর প্রতিভা ও সুভাষচন্দ্র/অল্‌ডারম্যান ও মেয়র

উইকিসংকলন থেকে

অল্‌ডার ম্যান ও মেয়রের শাসনে সুভাষচন্দ্র

 দেশপ্রিয় যতীন্দ্র মোহন সেন গুপ্ত অন্তরীণ অবস্থায় থাকায় ১৯৩০ সালের ২২শে আগষ্ট তারিখে সুভাষচন্দ্র কলিকাতা কর্পোরেশনের মেয়র নির্ব্বাচিত হন। কিন্তু তিনি তখনও কারাদণ্ড ভোগ করিতেছিলেন। ২৩শে সেপ্টেম্বর তারিখে ব্রিটিশ গভর্ণমেণ্ট ইঁহাকে মুক্তিদান করেন। পরদিন তিনি অল্‌ডার ম্যানের শপথ গ্রহণ করেন এবং মেয়র পদে প্রতিষ্ঠিত হন। এই উপলক্ষে কলিকাল কর্পোরেশনে এবং কলিকাতার নাগরিকগণের মধ্যে অভূতপূর্ব্ব উন্মাদনার সঞ্চার হয়। তাঁহার সম্বর্দ্ধনার জন্য ভিন্ন ভিন্ন স্থানে সভাসমিতি হয়। সুভাষচন্দ্র যে কিরূপ জনপ্রিয় ছিলেন, কলিকাতার অধিবাসীগণ সেদিন তাহা উপলব্ধি করিয়াছিলেন।