পাতা:ভগ্নহৃদয় - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিসংকলন থেকে
সম্পাদনা সারাংশ নেই
পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):
৪ নং লাইন: ৪ নং লাইন:
{{Custom rule|sp|20|fc|14|sp|20}}
{{Custom rule|sp|20|fc|14|sp|20}}
{{dhr}}
{{dhr}}
{{larger|'''প্রথম সর্গ'''}}
{{larger|'''প্রথম সর্গ'''}}
{{dhr}}
{{dhr}}
দৃশ্য—বন।{{gap}}চপলা ও মুরলা।}}
দৃশ্য—বন।{{gap}}চপলা ও মুরলা।}}

১৩:৪৮, ৩১ জানুয়ারি ২০২০ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

ভগ্নহৃদয় ।

প্রথম সর্গ ।

দৃশ্য—বন। চপলা ও মুরলা।

চপলা।—সখি, তুই হলি কি আপনা-হারা? 
এ ভীষণ বনে পশি, একেলা আছিস্ বসি
খুঁজে খুঁজে হোয়েছি যে সারা!
এমন আঁধার ঠাঁই—জনপ্রাণী কেহ নাই,
জটিল-মস্তক বট চারিদিকে ঝুঁকি!
দুয়েকটি রবি-কর সাহসে করিয়া ভর
অতি সন্তর্পণে যেন মারিতেছে উঁকি।
অন্ধকার, চারিদিক হ’তে, মুখ পানে
এমন তাকায়ে রয়, বুকে বড় লাগে ভয়,
কি সাহসে রোয়েছিস বসিয়া এখানে?
মুরলা—সখি, বড় ভালবাসি এই ঠাঁই! 
বায়ু বহে হুহু করি, পাতা কাঁপে ঝর ঝরি,