বীরবাণী (১৯০৫)/শ্রীরামকৃষ্ণ আরাত্রিক

উইকিসংকলন থেকে

শ্রীরামকৃষ্ণ আরাত্রিক।

মিশ্র— চৌতাল।

খণ্ডন-ভব-বন্ধন, জগ-বন্দন, বন্দি তোমায়।[১]
নিরঞ্জন, নররূপধর নির্গুণ গুণময়॥
মোচন অঘদূষণ জগভূষণ চিদ্‌ঘনকায়।
জ্ঞানাঞ্জন-বিমল-নয়ন, বীক্ষণে মোহ যায়॥

ভাস্বর ভাব-সাগর চির উন্মদ প্রেম পাথার।
ভক্তার্জ্জন যুগল চরণ তারণ ভব-পার।
জৃম্ভিত যুগ ঈশ্বর জগদীশ্বর যোগ সহায়।
নিরোধন সমাহিত মন নিরখি তব কৃপায়॥
ভঞ্জন দুঃখ গঞ্জন করুণাঘন কর্ম্ম কঠোর।
প্রাণার্পণ জগত তারণ কৃন্তন কলিডোর॥
বঞ্চন কামকাঞ্চন অতিনিন্দিত ইন্দ্রিয় রাগ।
ত্যাগীশ্বর হে নরবর দেহ পদে অনুরাগ
নির্ভয় গতসংশয়, দৃঢ়নিশ্চয়মানসবান্।
নিষ্কারণ ভকত শরণ ত্যজি জাতি কুলমান॥
সম্পদ তব শ্রীপদ ভব গোষ্পদ-বারি যথায়।
প্রেমার্পণ সমদরশন জগজন দুঃখ যায়॥


  1. পূর্ব্বে গানটি নিম্নলিখিত ভাবে রচিত হইয়াছিল; কিন্তু সুরের বিভিন্নতা জন্য সাধারণ গায়কের পক্ষে গীতটি কঠিন হইয়া উঠে। সেই জন্য স্বামীজি পরে উহার পরিবর্ত্তন করেন।