বিষয়বস্তুতে চলুন

বৈকুণ্ঠের খাতা

উইকিসংকলন থেকে
বৈকুণ্ঠের খাতা

বৈকুণ্ঠের খাতা।

শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর




কলিকাতা


আদি ব্রাহ্মসমাজ যন্ত্রে

শ্রীকালিদাস চক্রবর্তী দ্বারা মুদ্রিত ও প্রকাশিত।
৫৫নং অপার চিৎপুর রোড।


চৈত্র ১৩০৩ সাল।

 মূল্য ছয় আনা।



নাটকের পাত্রগণ।

 বৈকুণ্ঠ।

 অবিনাশ | বৈকুণ্ঠের কনিষ্ঠ ভ্রাতা।

 ঈশান বৈকুণ্ঠের ভূত্য।

 কেদার। অবিনাশের সহপাঠী।

 তিনকডি। কেদারের সহচর।

 

পরিচ্ছেদসমূহ (মূল গ্রন্থে নেই)

সূচীপত্র

এই লেখাটি মার্কিন যুক্তরাষ্ট্রে পাবলিক ডোমেইনে অন্তর্গত কারণ এটি ১৯২৯ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারির পূর্বে প্রকাশিত।


লেখক ১৯৪১ সালে মারা গেছেন, তাই এই লেখাটি সেই সমস্ত দেশে পাবলিক ডোমেইনে অন্তর্গত যেখানে কপিরাইট লেখকের মৃত্যুর ৮০ বছর পর্যন্ত বলবৎ থাকে। এই রচনাটি সেই সমস্ত দেশেও পাবলিক ডোমেইনে অন্তর্গত হতে পারে যেখানে নিজ দেশে প্রকাশনার ক্ষেত্রে প্রলম্বিত কপিরাইট থাকলেও বিদেশী রচনার জন্য স্বল্প সময়ের নিয়ম প্রযোজ্য হয়।