ব্যবহারকারী:আফতাবুজ্জামান/খেলাঘর

বুড়ো আংলা প্রখ্যাত সাহিত্যিক অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত শিশুতোষ গল্পগ্রন্থ। নোবেল পুরস্কারজয়ী সুইডিশ লেখিকা সেলমা ল্যাগেরলফ দ্বারা ১৯০৬ খ্রিস্টাব্দে রচিত নিলস হোল্গেরসন্স আন্ডারবারা রেসা জিনোম স্বেরিজ নামক শিশুতোষ গল্পগ্রন্থটি থেকে অনুপ্রেরণা লাভ করে অবনীন্দ্রনাথ এই গ্রন্থটি রচনা করেন। ১৩২৭-২৮ বঙ্গাব্দে মৌচাক নামক পত্রিকায় বুড়ো আংলা ধারাবাহিকভাবে প্রকাশিত হয়, যা ১৩৪৮ বঙ্গাব্দের শ্রাবণ মাসে গ্রন্থাকারে প্রকাশিত হয়। সুইডেন থেকে অবনীন্দ্রনাথের বান্ধবী শ্ৰীমতী আঁদ্রে কাপেলে বড়দিনের সময় ল্যাগেরলফ রচিত এই গল্পের মূল চরিত্র নিলস ও তার হাঁসের খড় নির্মিত পুতুল কিনে অবনীন্দ্রনাথকে পাঠিয়ে দেন। সেই পুতুল দেখে অবনীন্দ্রনাথ এই গ্রন্থের প্রচ্ছদ অঙ্কন করেন। নন্দলাল বসু এই গ্রন্থের বাকি চিত্র অঙ্কন করেন। দুষ্ট ছেলে রিদয় কিভাবে গণেশ দ্বারা অভিশপ্ত হয়ে বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিমাণ উচ্চ যক্ষে পরিণত হয়ে শাপমোচনের উদ্দেশ্যে একদল হাঁসের সঙ্গে তিব্বতের উদ্দেশ্যে যাত্রা করে, সেই রোমাঞ্চকর কল্পকাহিনী এই গ্রন্থের মূল উপজীব্য।

চতুরঙ্গ (১৮৭৫, হরিলাল সরকার)
- বাঙ্গালার ইতিহাস (প্রথম ভাগ) (১৯২৩, রাখালদাস বন্দ্যোপাধ্যায়)
মধুমল্লী (১৯১৭, অনুরূপা দেবী)
আনন্দমঠ (১৮৮৩, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)
সময় অসময় নিঃসময় (২০১০, তপোধীর ভট্টাচার্য)
আজাদী সৈনিকের ডায়েরী (১৯৪৫, এম. জি. মুলকর)
বিপ্লবী সুভাষচন্দ্র (১৯৪৬, প্রফুল্লরঞ্জন রায়)
দিল্লী চলো (১৯৪৫, সুভাষচন্দ্র বসু)
মতিয়া বিবি (১৯০৪, প্রিয়নাথ মুখোপাধ্যায়)
দায়ে খুন (১৮৯৮, প্রিয়নাথ মুখোপাধ্যায়)
এটি নতুন লেখার একটি সংক্ষিপ্ত তালিকা (যোগ করুন)

![]() |
এই মাসের মুদ্রণ সংশোধনের কাজটি হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দেনা পাওনা (১৯৫৮)।
সাম্প্রতিক সহযোগিতা: আজকের আমেরিকা, আনন্দমঠ, মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রং, নেপালে বঙ্গনারী, গীতাঞ্জলি |

|
|
|
|

মুক্ত মিডিয়া ভাণ্ডার
উইকি সফটওয়্যারের উন্নয়ন
সকল প্রকল্পের সমন্বয়কারক
উন্মুক্ত পাঠ্যপুস্তক ও ম্যানুয়াল
উন্মুক্ত জ্ঞানভান্ডার
উন্মুক্ত সংবাদ উৎস
উক্তি-উদ্ধৃতির সংকলন
উন্মুক্ত বিশ্বকোষ
জীবপ্রজাতি নির্দেশিকা
উন্মুক্ত শিক্ষা মাধ্যম
উন্মুক্ত ভ্রমণ নির্দেশিকা
অভিধান ও সমার্থশব্দকোষ