ব্যবহারকারী:Mukerjee
অবয়ব
বাঙলা ভাষা গরীবের ভাষা। একে সমৃদ্ধ করতে হলে ইন্টারনেট জগতে আরো প্রচুর তথ্য প্রকাশ করতে হবে, আমি এতে ভীষণ বিশ্বাসী। উইকিপিডিয়াতে, উইকিসংকলনে, নানান নিবন্ধে কাজ করার জন্য আমার কীবোর্ড সবসময়েই প্রস্তুত -- যদিও ইদানিং ইংরেজিতেই বেশি লিখছি।
বহির্জীবনে আমি আইআইটি কানপুরে কম্প্যুটার সাইন্সের অধ্যাপক। বাংলা কাব্যচর্চা করি, এবং দুই ভাষায় প্রকাশিত মহিলা কবিদের কবিতাগ্রন্থ এখনও জিহ্বা অটুট এর সংকলক-অনুবাদক।