বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী:SUDIP KUMAR SINHA

উইকিসংকলন থেকে

ঝড়

সুদীপ সিনহা

ওই এলো ঝড়, বাজ কড় কড়। হাওয়া দেয় দমকা, বিদ্যুৎ ঝমকা।

কালো মেঘ উঠলো, ধুলো ,পাতা উড়লো। ওই শোনো গমগম, বৃষ্টির ঝমঝম।

বড় বড় ফোঁটাতে, ঝরে ডালে, বোঁটাতে। গাছেরাও থেমে গেছে, কুঁড়ি গুলো ফোটাতে।

সাঁই সাঁই সাঁই সাঁই, ঝাপটায় ঝাপটায়। জানলা দরজা দেওয়া, তাই ঝড় আটকায়।

বয়ে চলে অবিরাম, ঝঞ্ঝার ঝঙ্কার। গগনে গরজি ওঠে, ধনুকের টঙ্কার।

শ্যামলিমা ছায়াপথ, কর্দমে পিচ্ছল। দীঘি ভরা,নীর ধারা, উচ্ছাসে টলমল।

চঞ্চল কিশোরেরা, নাচে ওই সিক্ত। নব বরষার স্নানে, ওরা অভিষিক্ত।

কাগজের নৌকায়, হোথা কোনো শিশু সে, বরষার ধারাজলে, ভাসে মন হরষে।

ধীরে থামে,ঝঞ্ঝা, বৃষ্টির কোলাহল, বরষার সমাপনে, এবে সবে,গৃহে চল।

23/09/20 সুপ্রভাত💐💐💐খা