ব্যবহারকারী আলাপ:Frdayeen

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিসংকলন থেকে

দায়িন উইকিপেডিয়া থেকে দয়াকরে সহায়িকা পাতা কপি করে আনবেন না। পরিবর্তে আপনি en:Help:Contents পাতাকে অনুবাদ করে দিতে পারেন। ধন্যবাদ।--Bellayet ১৭:৩৯, ৩০ সেপ্টেম্বর ২০০৭ (UTC)

সমাজতন্ত্র এবং যুদ্ধ কেন[সম্পাদনা]

দয়া করে নিবন্ধ দুটো আগে শেষ করুন। ধন্যবাদ।--Bellayet ০৯:৫৮, ৩ অক্টোবর ২০০৭ (UTC)

আবোল তাবোল[সম্পাদনা]

এক পৃষ্ঠায় রাখা যেতে পারে। আবার একটা মূল নামে রেখে সেই পৃষ্ঠার উপরে বাকিটার লিঙ্ক দিয়ে দেয়া যেতে পারে। ধন্যবাদ। --Tarif Ezaz ১২:৩২, ১১ অক্টোবর ২০০৭ (UTC)

এখানে দ্ব্যর্থতা পাতা করা যেতে পারে। শিরোনামে কবিতার প্রথম লাইন থাকতে পারে। কিন্তু একই নামের একই লেখকের দুইটি কবিতা থাকাটা অস্বাভাবিক। একটু যাচাই করে দেখুন কবিতা দুটো একটি কবিতারই অংশ কিনা। যে প্রকাশক প্রকাশ করেছেন তিনি কবিতাটি দুই ভাগ করে একটি অংশও প্রকাশ করতে পারেন।--Bellayet ১৬:২৪, ১১ অক্টোবর ২০০৭ (UTC)

পুননির্দেশ[সম্পাদনা]

আপনার রিডাইরেকশন গুলো নিবন্ধ নাই এমন পাতায় করছেন। দয়া করে পাতা গুলো আবার দেখে নিন। ভালোরে ভালো, কুমড়োপটাশ এগুলোর রিডাইরেকশন কোন পাতা নাই। দয়াকরে দেখুন। ধন্যবাদ।--Bellayet ১৫:৪৪, ২২ অক্টোবর ২০০৭ (UTC)

ফরমেট[সম্পাদনা]

ঐ পাতায় উদাহরণ দেওয়া আছে কিভাবে করতে হবে। যেখানে স্পেস এর দরকার সেখানে ৫ টা   ব্যবহার করুন। আশা করি কাজ করবে।--Bellayet ০৫:১৭, ২৩ অক্টোবর ২০০৭ (UTC)

টুনটুনির বই[সম্পাদনা]

এ বইটা আগে শেষ করুন। না হলে সবকিছু একসাথে নিলে সব প্যাঁচ লেগে যাবে। আর মেটা উইকিতে রেজিষ্টার করার জন্য ধন্যবাদ। তবে সেখানে এখনই কিছু করার দরকার নাই। আমরা মেটা উইকির জন্য একটি নিয়মিত অনুবাদক দল করার চেষ্টা করছি, আরও কয়েকজন (ডেডিকেটেড) হলেই আমরা মেটা উইকিতে অনুবাদের কাজ শুরু করবো। তাতে আন্তর্জাতিক উইকিমিডিয়ান কম্যুনিটির সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি হবে যা এখন ব্যক্তি পর্যায়ে আছে। উইকিপিডিয়ার সাম্প্রতিক আলোচনা হয়তো দেখেছে, আপনি ঢাবি বলে বলছি, আমার ইচ্ছা আপনাদের বিশ্ববিদ্যালয়ে একটি আড্ডা আয়োজন করে আপনাদের ঢাবি উইকিপিডিয়ান কম্যুনিটিতে আড্ডার প্রচলন করতে। আপনাদের ইচ্ছা থাকলে আমাকে জানান। আমি আপনাদের গাইড করতে পারবো কি কি লাগবে। আশা করি বাংলাদেশে এবং বাংলা ভাষায় উইকি কার্যক্রমগুলো এগিয়ে নিতে ঢাবি গ্রুব এবং ব্যক্তিগত ভাবে আপনি সব সময় আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।--Bellayet ০৫:৫২, ২৫ অক্টোবর ২০০৭ (UTC)

হ্যা অবশ্যই আয়োজনটা যেহেতু আপনাদের জন্য এবং আপনারাই আয়োজন করবেন মানে ঢাবি হোষ্ট করবে, তাই সময় তারিখ, স্থান, অংশগ্রহণকারী সব কিছুই আপনারা ঠিক করবেন। আপনাদের সুবিধা মত ব্যবস্থা করবেন।--Bellayet ১০:৪৬, ২৫ অক্টোবর ২০০৭ (UTC)

বনলতা সেন[সম্পাদনা]

আমার যতটুকু মনে পরে জীবনানন্দ দাশ ১৯৫৪ এ মৃত্যুবরণ করেন। সে মতে তার মৃত্যু হয়েছে ৫৩ বছর হয়েছে। তাই ওনার লেখাগুলো এখনো পাবলিক ডোমেইন আওতায় আসেনি। তা আসতে অন্তত বাংলাদেশের আইনে ৬০ বছর হতে হবে। --Bellayet ১৪:৫১, ১ নভেম্বর ২০০৭ (UTC)

কবিতা ও গান[সম্পাদনা]

জবাব আমার আলাপের পাতায় দিয়েছি।--Bellayet ১১:৫৩, ৫ নভেম্বর ২০০৭ (UTC)

বুড়ো ছবিটি কি কপি রাইট মুক্ত? তা না হলে এটি ব্যবহার করা যাবে না। --Bellayet ১৩:২২, ১৮ নভেম্বর ২০০৭ (UTC)

ছবিটি সুকুমার রায় এর আকা একটি ছবি। সুকুমার রায় শুধু একজন ছড়াকারই ছিলেন না , তিনি ছবিও আকতেন। তার বেশীর ভাগ ছড়ার সাথে তারই আকা ছবি রয়েছে। এতিও তারই আকা। ফলে এতি এখন পাবলিক ডোমেনের অন্তর্গত।--দায়ীন ১৩:১৯, ১৯ নভেম্বর ২০০৭ (UTC)
দয়া করে এর উৎস উল্লেখ করুন। তাহলে তার অন্যান্য আঁকা ছবিগুলো কোথায়? সেগুলোও যদি পাওয়া যায় তাহলে তা স্কেন করে তথ্যসূত্র ও উৎস সহ এখানে আপলোড করুন।--Bellayet ১৫:০১, ১৯ নভেম্বর ২০০৭ (UTC)

বাংলা সমস্যা[সম্পাদনা]

না এটি শুধু আপনার সমস্যা আমার কোন সমস্যা হচ্ছে না। আপনার মনে হয় জাভা স্ক্রিপ্ট এনাবল করা নাই, সে জন্য সমস্যা করছে। আর আমি আপনাকে সুকুমার রায়ের ছড়াগুলো চেক করতে বলেছি তাতে কোন ছড়া বাদ রয়েছে কিনা দেখুন। বাদ থাকলে যোগ করুন। আর পারলে সুকান্তর কবিতা গুলো না ধরে অন্য কোন লেখকের লেখা শুরু করুন। আপনি এভাবে করছেন বলে আমার কাজের ধারা নষ্ট হচ্ছে। আপনি অন্য লেখকের লেখা নিয়ে শুরু করুন। ধন্যবাদ।--Bellayet ০৫:১৩, ২২ নভেম্বর ২০০৭ (UTC)

এবার ঠিক আছে। ধন্যবাদ--দায়ীন ০৬:৪০, ২২ নভেম্বর ২০০৭ (UTC)

online resource for wikisource[সম্পাদনা]

এটা একটা বাংলা কবিতার অনলাইন রিসোর্স, তবে সমস্যা হল এর সবগুলো লেখাই স্ক্যান করা। তাই পাবলিক ডোমেইন লেখা গুলো হাতে টাইপ করে উইকিসংকলনে দিতে হবে। আশা করবো আপনারা সাহায্য করবেন।--Bellayet ১৪:৪০, ২৫ নভেম্বর ২০০৭ (UTC)

আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সাধ্যমত চেষ্টা করব।--দায়ীন ১৪:৪৯, ২৬ নভেম্বর ২০০৭ (UTC)

এগুলো কে সাবধান করে লাভ নাই। এরা জানে এদের ব্যান করা হবে। যতক্ষণ না করবে করে যাবে। দেখি আর একবার দেখলে ব্যান করে দিবো। বিদেশী হলে সাবধান করে লাভ নাই।--Bellayet ১৫:৪১, ৬ ডিসেম্বর ২০০৭ (UTC)

বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান[সম্পাদনা]

সুপ্রিয় Frdayeen,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:২৫, ১০ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]