বিষয়বস্তুতে চলুন

ভারতের সংবিধান (১৯৮৭)/অষ্টম তফসিল

উইকিসংকলন থেকে

অষ্টম তফসিল

[৩৪৪(১) এবং ৩৫১ অনুচ্ছেদ]

ভাষাসমূহ

১। অসমীয়া।
২। বাংলা।
৩। গুজরাটী।
৪। হিন্দী।
৫। কানাড়া।
৬। কাশ্মীরী।
৭। মালয়ালম।
৮। মারাঠী।
৯। ওড়িয়া।
১০। পাঞ্জাবী।
১১। সংস্কৃত।
[][১২। সিন্ধী।]
[][১৩।] তামিল।
[][১৪।] তেলেগু।
[][১৫।] উর্দু।


  1. সংবিধান (একবিংশ সংশোধন) আইন, ১৯৬৭, ২ ধারা দ্বারা সংযোজিত।
  2. ২.০ ২.১ ২.২ ঐ, ২ ধারা দ্বারা, প্রবিষ্টি ১২ হইতে ১৪, প্রবিষ্ট ১৩ হইতে ১৫ রূপে পুনঃসংখ্যাত।